রাগ: বেহাগ-বাউল

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ভাদ্র, ১৩৪০

রচনাকাল (খৃষ্টাব্দ): 1933

স্বরলিপিকার: শান্তিদেব ঘোষ

৩২২ (elem natun deshe)

        এলেম নতুন দেশে--

    তলায় গেল ভগ্ন তরী, কূলে এলেম ভেসে॥

অচিন মনের ভাষা    শোনাবে    অপূর্ব কোন্‌ আশা,

        বোনাবে    রঙিন সুতোয় দুঃখসুখের জাল,

            বাজবে প্রাণে নতুন গানের তাল--

                নতুন বেদনায়    ফিরব কেঁদে হেসে॥

        নাম-না-জানা প্রিয়া

    নাম-না-জানা ফুলের মালা নিয়া    হিয়ায় দেবে হিয়া।

যৌবনেরি নবোচ্ছ্বাসে    ফাগুন মাসে

    বাজবে নূপুর বনের ঘাসে।

        মাতবে দখিনবায়    মঞ্জরিত লবঙ্গলতায়

            চঞ্চলিত এলো কেশে॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.