রাগ: দেশ

তাল: দাদরা-খেমটা

রচনাকাল (বঙ্গাব্দ): ২৯ আষাঢ়, ১৩২৯

রচনাকাল (খৃষ্টাব্দ): ১৩ জুলাই, ১৯২২

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

৭০ (shrabon megher adhek duyar)

   শ্রাবণমেঘের আধেক দুয়ার ওই খোলা,

   আড়াল থেকে দেয় দেখা কোন্‌ পথ-ভোলা ॥

ওই-যে পুরব-গগন জুড়ে   উত্তরী তার যায় রে উড়ে,

   সজল হাওয়ার হিন্দোলাতে দেয় দোলা ॥

   লুকাবে কি প্রকাশ পাবে কেই জানে--

   আকাশে কি ধরায় বাসা কোন্‌খানে।

নানা বেশে ক্ষণে ক্ষণে   ওই তো আমার লাগায় মনে

   পরশখানি নানা-সুরের-ঢেউ-তোলা ॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.