রাগ: পিলু

তাল: দাদরা-খেমটা

রচনাকাল (বঙ্গাব্দ): ১১ ভাদ্র, ১৩২৮

রচনাকাল (খৃষ্টাব্দ): 1921

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

৩৮ (ogo amar shrabon megher)

ওগো আমার শ্রাবণমেঘের খেয়াতরীর মাঝি,

অশ্রুভরা পূরব হাওয়ায় পাল তুলে দাও আজি॥

     উদাস হৃদয় তাকায়ে রয়,   বোঝা তাহার নয় ভারী নয়,

     পুলক-লাগা এই কদম্বের একটি কেবল সাজি॥

ভোরবেলা যে খেলার সাথি ছিল আমার কাছে,

মনে ভাবি, তার ঠিকানা তোমার জানা আছে।

     তাই তোমারি সারিগানে   সেই আঁখি তার মনে আনে,

     আকাশ-ভরা বেদনাতে রোদন উঠে বাজি॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.