রাগ: হাম্বীর

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ৪ ফাল্গুন, ১৩৩৩

রচনাকাল (খৃষ্টাব্দ): ১৯ মার্চ, ১৯২৭

রচনাস্থান: শান্তিনিকেতন

১৬ (madhyadine jobe gan)

মধ্যদিনে যবে গান বন্ধ করে পাখি,

হে রাখাল, বেণু তব বাজাও একাকী॥

প্রান্তরপ্রান্তের কোণে   রুদ্র বসি তাই শোনে,

মধুরের-স্বপ্নাবেশে-ধ্যানমগন-আঁখি--

হে রাখাল, বেণু যবে বাজাও একাকী॥

সহসা উচ্ছ্বসি উঠে ভরিয়া আকাশ

তৃষাতপ্ত বিরহের নিরুদ্ধ নিশ্বাস।

অম্বরপ্রান্তে যে দূরে   ডম্বরু গম্ভীর সুরে

জাগায় বিদ্যুতছন্দে আসন্ন বৈশাখী--

হে রাখাল, বেণু যবে বাজাও একাকী॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.