রাগ: গৌড়মল্লার

তাল: ঝাঁপতাল

রচনাকাল (বঙ্গাব্দ): ১৭ ভাদ্র, ১৩১৬

রচনাকাল (খৃষ্টাব্দ): 1909

স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ভীমরাও শাস্ত্রী, দিনেন্দ্রনাথ ঠাকুর

৯৯ (eso he eso sojol ghano)

            এসো হে এসো সজল ঘন বাদলবরিষনে--

            বিপুল তব শ্যামল স্নেহে এসো হে এ জীবনে॥

        এসো হে গিরিশিখর চুমি,    ছায়ায় ঘিরি কাননভূমি--

            গগন ছেয়ে এসো হে তুমি    গভীর গরজনে॥

            ব্যথিয়া উঠে নীপের বন পুলক-ভরা ফুলে,

            উছলি উঠে কলরোদন নদীর কূলে কূলে।

এসো হে এসো হৃদয়-ভরা,            এসো হে এসো পিপাসাহরা,

        এসো হে আঁখি-শীতল-করা,    ঘনায়ে এসো মনে॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.