রাগ: কীর্তন

তাল: মুক্তছন্দ

রচনাকাল (বঙ্গাব্দ): 1318

রচনাকাল (খৃষ্টাব্দ): 1911

স্বরলিপিকার: সুধীরচন্দ্র কর

১৬৩ (sakal janam bhare o mor )

সকল জনম ভ'রে         ও মোর দরদিয়া,

কাঁদি কাঁদাই তোরে      ও মোর দরদিয়া ॥

          আছ হৃদয়-মাঝে

সেথা    কতই ব্যথা বাজে,

ওগো    এ কি তোমায় সাজে

                   ও মোর দরদিয়া?।

এই      দুয়ার-দেওয়া ঘরে

কভু    আঁধার নাহি সরে,

তবু     আছ তারি 'পরে

                   ও মোর দরদিয়া।

সেথা    আসন হয় নি পাতা,

সেথা    মালা হয় নি গাঁথা,

আমার  লজ্জাতে হেঁট মাথা

                   ও মোর দরদিয়া ॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.