রাগ: ভৈরবী

তাল: চৌতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1300

রচনাকাল (খৃষ্টাব্দ): 1893

স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন

৪৪৫ (kemane phiriya jao)

কেমনে ফিরিয়া যাও না দেখি তাঁহারে!

          কেমনে জীবন কাটে চির-অন্ধকারে ॥

মহান জগতে থাকি       বিস্ময়বিহীন আঁখি,

          বারেক না দেখ তাঁরে এ বিশ্বমাঝারে ॥

যতনে জাগায়ে জ্যোতি ফিরে কোটি সূর্যলোক,

          তুমি কেন নিভায়েছ আত্মার আলোক?

তাঁহার আহ্বানরবে       আনন্দে চলিছে সবে,

          তুমি কেন বসে আছ ক্ষুদ্র এ সংসারে?।

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.