রাগ: দেশ

তাল: তেওরা

রচনাকাল (বঙ্গাব্দ): ২৫ জ্যৈষ্ঠ, ১৩১১

রচনাকাল (খৃষ্টাব্দ): 1904

স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন

৪৯৩ (garab mor harechha)

          গরব মম হরেছ, প্রভু, দিয়েছ বহু লাজ।

          কেমন মুখ সমুখে তব তুলিব আমি আজ ॥

তোমারে আমি পেয়েছি বলি      মনে মনে যে মনেরে ছলি,

          ধরা পড়িনু সংসারেতে করিতে তব কাজ।

          কেমনে মুখ সমুখে তব তুলিব আমি আজ ॥

জানি নে, নাথ, আমার  ঘরে ঠাঁই কোথা যে তোমারি তরে--

          নিজেরে তব চরণ'পরে সঁপি নি রাজরাজ!

তোমারে চেয়ে দিবসযামী                   আমারি পানে তাকাই আমি--

          তোমারে চোখে দেখি নে, স্বামী, তব মহিমামাঝ।

          কেমনে মুখ সমুখে তব তুলিব আমি আজ ॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.