রাগ: পিলু-ভীমপলশ্রী

তাল: একতাল

রচনাকাল (বঙ্গাব্দ): ১৯ আশ্বিন, ১৩১৬

রচনাকাল (খৃষ্টাব্দ): 1909

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ভীমরাও শাস্ত্রী

১৭৫ (ei malin bastra chharte habe)

এই   মলিন বস্ত্র ছাড়তে হবে, হবে গো এইবার--

       আমার এই        মলিন অহংকার॥

দিনের কাজে ধুলা লাগি  অনেক দাগে হল দাগি,

এমনি তপ্ত হয়ে আছে সহ্য করা ভার।

আমার এই        মলিন অহংকার॥

এখন তো কাজ সাঙ্গ হল দিনের অবসানে--

হল রে তাঁর আসার সময়, আশা এল প্রাণে।

স্নান করে আয় এখন তবে    প্রেমের বসন পরতে হবে,

সন্ধ্যাবনের কুসুম তুলে গাঁথতে হবে হার।

                     ওরে আয়, সময় নেই যে আর॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.