রাগ: বিভাস-বাউল

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ১৬ ভাদ্র, ১৩১৬

রচনাকাল (খৃষ্টাব্দ): 1909

রচনাস্থান: বোলপুর

স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, দিনেন্দ্রনাথ ঠাকুর, ভীমরাও শাস্ত্রী

৫২৬ (ei je tomar prem)

এই-যে তোমার প্রেম,ওগো হৃদয়হরণ,

      এই-যে পাতায় আলো নাচে সোনার বরন॥

এই-যে মধুর আলসভরে    মেঘ ভেসে যায় আকাশ-'পরে,

      এই-যে বাতাস দেহে করে অমৃতক্ষরণ॥

প্রভাত-আলোর ধারায় আমার নয়ন ভেসেছে।

  এই তোমারি প্রেমের বাণী প্রাণে এসেছে।

    তোমারি মুখ ওই নুয়েছে,    মুখে আমার চোখ থুয়েছে,

      আমার হৃদয় আজ ছুঁয়েছে তোমারি চরণ॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.