রাগ: দেশ

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ৭ বৈশাখ, ১৩৩৩

রচনাকাল (খৃষ্টাব্দ): ২০ এপ্রিল, ১৯২৬

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: রমা মজুমদার

১৯২ (ar rekha na adhare)

আর রেখো না আঁধারে,   আমায়   দেখতে দাও।

তোমার মাঝে আমার আপনারে      দেখতে দাও ॥

কাঁদাও যদি কাঁদাও এবার,   সুখের গ্লানি সয় না যে আর,

নয়ন আমার যাক-না ধুয়ে অশ্রুধারে--

আমায়    দেখতে দাও ॥

জানি না তো কোন্‌ কালো এই ছায়া,

আপন ব'লে ভুলায় যখন ঘনায় বিষম মায়া।

স্বপ্নভারে জমল বোঝা,          চিরজীবন শূন্য খোঁজা--

যে মোর আলো লুকিয়ে আছে রাতের পারে

আমায়   দেখতে দাও।

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.