রাগ: বাউল

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1336

রচনাকাল (খৃষ্টাব্দ): 1929

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

৫৭০ (amar pathe pathe pathar)

          আমার       পথে পথে পাথর ছড়ানো।

          তাই তো তোমার বাণী বাজে ঝর্না-ঝরানো ॥

আমার বাঁশি তোমার হাতে           ফুটোর পরে ফুটো তাতে--

          তাই শুনি সুর এমন মধুর পরান-ভরানো ॥

তোমার হাওয়া যখন জাগে             আমার পালে বাধা লাগে--

          এমন করে গায়ে প'ড়ে সাগর-তরানো।

ছাড়া পেলে একেবারে               রথ কি তোমার চলতে পারে--

          তোমার হাতে আমার ঘোড়া লাগাম-পরানো ॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.