রাগ: ভৈরবী

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): শ্রাবণ, ১৩৩৯

রচনাকাল (খৃষ্টাব্দ): 1932

৩৩৮ (achha apan mahima laye)

          আছ আপন মহিমা লয়ে মোর গগনে রবি,

          আঁকিছ মোর মেঘের পটে তব রঙেরই ছবি ॥

তাপস, তুমি ধেয়ানে তব   কী দেখ মোরে কেমনে কব--

          তোমার জটে আমি তোমারি ভাবের জাহ্নবী ॥

          তোমারি সোনা বোঝাই হল, আমি তো তার ভেলা।

          নিজেরে তুমি ভোলাবে ব'লে আমারে নিয়ে খেলা।

কণ্ঠে মম কী কথা শোন  অর্থ আমি বুঝি না কোনো--

          বীণাতে মোর কাঁদিয়া ওঠে তোমারি ভৈরবী ॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.