রাগ: অজ্ঞাত

তাল: অজ্ঞাত

রচনাকাল (বঙ্গাব্দ): ১৬ শ্রাবণ, ১৩৪১

রচনাকাল (খৃষ্টাব্দ): ১ অগাস্ট, ১৯৩৪

১১৫ (prohor shesher aloy raanga)

প্রহরশেষের আলোয় রাঙা সেদিন চৈত্রমাস–

তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ।।

এ সংসারের নিত্য খেলায় প্রতিদিনের প্রাণের মেলায়

বাটে ঘাটে হাজার লোকের হাস্য-পরিহাস–

মাঝখানে তার তোমার চোখে আমার সর্বনাশ।।

আমের বনে দোলা লাগে, মুকুল প’ড়ে ঝ’রে–

চিরকালের চেনা গন্ধ হাওয়ায় ওঠে ভ’রে ।

মঞ্জরিত শাখায় শাখায়, মউমাছিদের পাখায় পাখায়,

ক্ষণে ক্ষণে বসন্তদিন ফেলেছে নিশ্বাস–

মাঝখানে তার তোমার চোখে আমার সর্বনাশ।।

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.