রাগ: রামকেলী-ভৈরবী

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1346

রচনাকাল (খৃষ্টাব্দ): 1939

স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

১২৭ (amra dur akasher neshay)

           আমরা   দূর আকাশের নেশায় মাতাল ঘরভোলা সব যত–

             বকুলবনের গন্ধে আকুল মউমাছিদের মতো।।

                   সূর্য ওঠার আগে   মন আমাদের জাগে–

             বাতাস থেকে ভোর-বেলাকার সুর ধরি সব কত।।

                       কে দেয় রে হাতছানি

                নীল পাহাড়ের মেঘে মেঘে, আভাস বুঝি জানি।

             পথ যে চলে বেঁকে বেঁকে    অলখ-পানে ডেকে ডেকে

                ধরা যারে যায় না তারি ব্যাকুল খোঁজেই রত।।

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.