মা গো, এতদিনে মনে হচ্ছে যেন টলেছে আসন তাঁহার। ওই আসছে, আসছে, আসছে। যা বহু দূরে, যা লক্ষ যোজন দূরে, যা চন্দ্রসূর্য পেরিয়ে, ওই আসছে, আসছে, আসছে-- কাঁপছে আমার বক্ষ ভূমিকম্পে।
ওগো সখী, দেখি, দেখি মন কোথা আছে। কত কাতর হৃদয় ঘুরে ঘুরে, হেরো কারে যাচে। কী মধু কী সুধা কী সৌরভ, কী রূপ রেখেছ লুকায়ে। কোন্ প্রভাতে কোন্ রবির আলোকে দিবে খুলিয়ে কাহার কাছে। সে যদি না আসে এ জীবনে, এ কাননে পথ না পায়! যারা এসেছে তারা বসন্ত ফুরালে নিরাশ প্রাণে ফেরে পাছে!
বসন্তে কি শুধু কেবল ফোটা ফুলের মেলা রে। দেখিস নে কি শুকনো পাতা ঝরা ফুলের খেলা রে। যে ঢেউ ওঠে তারি সুরে বাজে কি গান সাগর জুড়ে। যে ঢেউ পড়ে তাহারো সুর জাগছে সারা বেলা রে। বসন্তে আজ দেখ্ রে তোরা ঝরা ফুলের খেলা রে॥ আমার প্রভুর পায়ের তলে শুধুই কি রে মানিক জ্বলে। চরণে তাঁর লুটিয়ে কাঁদে লক্ষ মাটির ঢেলা রে॥ আমার গুরুর আসন-কাছে সুবোধ ছেলে ক'জন আছে। অবোধ জনে কোল দিয়েছেন, তাই আমি তাঁর চেলা রে। উৎসবরাজ দেখেন চেয়ে ঝরা ফুলের খেলা রে॥