রাগ: ভৈরবী-রামকেলী

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ২৬ ফাল্গুন, ১৩৩১

রচনাকাল (খৃষ্টাব্দ): ১০ মার্চ, ১৯২৫

৮৪ (o ki elo o ki elo)

     ও কি এল, ও কি এল না,   বোঝা গেল না--

     ও কি মায়া কি স্বপনছায়া,   ও কি ছলনা ॥

              ধরা কি পড়ে ও রূপেরই ডোরে,

          গানেরই তানে কি বাঁধিবে ওরে--

                   ও যে চিরবিরহেরই সাধনা ॥

ওর   বাঁশিতে করুণ কী সুর লাগে

     বিরহমিলনমিলিত রাগে।

          সুখে কি দুখে ও পাওয়া না-পাওয়া,

          হৃদয়বনে ও উদাসী হাওয়া,

                        বুঝি   শুধু ও পরমকামনা ॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.