আপন হতে বাহির হয়ে
                
                
          আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া,
          বুকের মাঝে বিশ্বলোকের পাবি সাড়া ॥
এই-যে বিপুল ঢেউ লেগেছে  তোর মাঝেতে উঠুক নেচে,
              সকল পরান দিক-না নাড়া ॥
          বোস্-না ভ্রমর, এই নীলিমায় আসন লয়ে
          অরুণ-আলোর স্বর্ণরেণু মাখা হয়ে।
যেখানেতে অগাধ ছুটি   মেল সেথা তোর ডানাদুটি,
          সবার মাঝে পাবি ছাড়া ॥
  
                
            
           
                        
                
                    রাগ : পঞ্চম-বাউল
                    তাল : দাদরা
                    রচনাকাল (বঙ্গাব্দ) : ১৭ আশ্বিন, ১৩২১
                    রচনাকাল (খৃষ্টাব্দ) : ৪ অক্টোবর, ১৯১৪
                    রচনাস্থান : শান্তিনিকেতন
                    স্বরলিপিকার: ৪ অক্টোবর, ১৯১৪