অজয় বর্ধন

ওরে, নূতন যুগের

          ওরে,   নূতন যুগের ভোরে
দিস নে সময় কাটিয়ে বৃথা সময় বিচার করে ॥
কী রবে আর কী রবে না,   কী হবে আর কী হবে না
                   ওরে হিসাবি,
এ সংশয়ের মাঝে কি তোর ভাবনা মিশাবি?।
          যেমন করে ঝর্না নামে দুর্গম পর্বতে
নির্ভাবনায় ঝাঁপ দিয়ে পড় অজাজিতের পথে।
জাগবে ততই শক্তি যতই হানবে তোরে মানা,
অজানাকে বশ ক'রে তুই করবি আপন জানা।
          চলায় চলায় বাজবে জয়ের ভেরী--
পায়ের বেগেই পথ কেটে যায়, করিস নে আর দেরি ॥

রাগ : ভৈরবী

তাল : দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ) : ১ বৈশাখ, ১৩৪৪

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1937

রচনাস্থান :

স্বরলিপিকার: 1937

অজয় বর্ধন - অন্যান্য নিবেদন