একি লাবণ্যে পূর্ণ
                
                
একি লাবণ্যে পূর্ণ প্রাণ, প্রাণেশ হে,
          আনন্দবসন্তসমাগমে ॥
বিকশিত প্রীতিকুসুম হে
          পুলকিত চিতকাননে ॥
জীবনলতা অবনতা তব চরণে।
          হরষগীত উচ্ছ্বসিত হে
                   কিরণমগন গগনে ॥
  
                
            
           
                        
                
                    রাগ : পূর্ণ ষড়জ রাগিনী
                    তাল : একতাল
                    রচনাকাল (বঙ্গাব্দ) : 1299
                    রচনাকাল (খৃষ্টাব্দ) : 1893
                    রচনাস্থান : 
                    স্বরলিপিকার: 1893