বলি, ও আমার
                
                
বলি,     ও আমার গোলাপ-বালা, বলি, ও আমার গোলাপ-বালা --
তোলো   মুখানি, তোলো মুখানি--কুসুমকুঞ্জ করো আলা 
বলি,     কিসের শরম এত!      সখী,    কিসের শরম এত! 
সখী,    পাতার মাঝারে লুকায়ে মুখানি কিসের শরম এত।
বালা,    ঘুমায়ে পড়েছে ধরা। সখী, ঘুমায় চন্দ্রতারা। 
প্রিয়ে,    ঘুমায় দিক্বালারা        সবে --           ঘুমায় জগৎ যত।
          বলিতে মনের কথা,     সখী,    এমন সময় কোথা।
প্রিয়ে,    তোলো মুখানি, আছে গো আমার প্রাণের কথা কত।
আমি      এমন সুধীর স্বরে,        সখী,    কহিব তোমার কানে --
প্রিয়ে,    স্বপনের মতো সে কথা আসিয়ে পশিবে তোমার প্রাণে।
তবে      মুখানি তুলিয়ে চাও, সুধীরে     মুখানি তুলিয়ে চাও।
সখী,    একটি চুম্বন দাও-- গোপনে      একটি চুম্বন দাও॥
  
                
            
           
                        
                
                    রাগ : বেহাগ
                    তাল : খেমটা
                    রচনাকাল (বঙ্গাব্দ) : 1285
                    রচনাকাল (খৃষ্টাব্দ) : 1878
                    রচনাস্থান : 
                    স্বরলিপিকার: 1878