লক্ষ্মী যখন আসবে
                
                
          লক্ষ্মী যখন আসবে তখন কোথায় তারে দিবি রে ঠাঁই?
          দেখ্ রে চেয়ে আপন-পানে, পদ্মটি নাই, পদ্মটি নাই ॥
ফিরছে কেঁদে প্রভাতবাতাস,    আলোক যে তার ম্লান হতাশ,
          মুখে চেয়ে আকাশ তোরে শুধায় আজি নীরবে তাই ॥
          কত গোপন আশা নিয়ে কোন্ সে গহন রাত্রিশেষে
          অগাধ জলের তলা হতে অমল কুঁড়ি উঠল ভেসে।
হল না তার ফুটে ওঠা,   কখন ভেঙে পড়ল বোঁটা--
          মর্ত্য-কাছে স্বর্গ যা চায় সেই মাধুরী কোথা রে পাই ॥
  
                
            
           
                        
                
                    রাগ : বাউল
                    তাল : দাদরা
                    রচনাকাল (বঙ্গাব্দ) : ২ আশ্বিন, ১৩২১
                    রচনাকাল (খৃষ্টাব্দ) : 1914
                    রচনাস্থান : সুরুল
                    স্বরলিপিকার: 1914