ইচ্ছে! - ইচ্ছে
ইচ্ছে ! –ইচ্ছে !
সেই তো ভাঙছে, সেই তো গড়ছে,
সেই তো দিচ্ছে নিচ্ছে।।
সেই তো আঘাত করছে তলায়, সেই তো বাঁধন ছিঁড়ে পালায়–
বাঁধন পরতে সেই তো আবার ফিরছে।।
রাগ : আড়ানা
তাল : কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ) : 1340
রচনাকাল (খৃষ্টাব্দ) : 1933
রচনাস্থান :
স্বরলিপিকার: 1933