বন্ধু, রহো রহো
                
                
বন্ধু, রহো রহো সাথে
আজি এ সঘন শ্রাবণপ্রাতে।
ছিলে কি মোর স্বপনে   সাথিহারা রাতে॥
বন্ধু, বেলা বৃথা যায় রে
আজি এ বাদলে   আকুল হাওয়ায় রে--
কথা কও মোর হৃদয়ে, হাত রাখো হাতে॥
  
                
            
           
                        
                
                    রাগ : ভৈরবী
                    তাল : মধ্যমান
                    রচনাকাল (বঙ্গাব্দ) : 1332
                    রচনাকাল (খৃষ্টাব্দ) : 1925
                    রচনাস্থান : 
                    স্বরলিপিকার: 1925