আজ যেমন ক'রে
                
                
আজ    যেমন ক'রে গাইছে আকাশ   তেমনি ক'রে গাও গো।
আজ    যেমন ক'রে চাইছে আকাশ   তেমনি ক'রে চাও গো ॥
     আজ    হাওয়া যেমন পাতায় পাতায় মর্মরিয়া বনকে কাঁদায়,
          তেমনি আমার বুকের মাঝে   কাঁদিয়া কাঁদাও গো ॥
  
                
            
           
                        
                
                    রাগ : কীর্তন
                    তাল : মুক্তছন্দ
                    রচনাকাল (বঙ্গাব্দ) : আষাঢ়, ১৩১৮
                    রচনাকাল (খৃষ্টাব্দ) : 1911
                    রচনাস্থান : 
                    স্বরলিপিকার: 1911