১১ আষাঢ়, ১৩৩০


 

আশীর্বাদ (ashirbad)


         শ্রীমতী লীলা দেবী কল্যাণীয়াসু

           বিশ্ব-পানে বাহির হবে

                       আপন কারা টুটি --

           এই সাধনায় কুঁড়ি ওঠে

                       কুসুম হয়ে ফুটি।

           বীজ আপনার বাঁধন ছিঁড়ে

                       ফলেরে দেয় সাড়া।

           সূর্যতারা আঁধার চিরে

                       জ্যোতিরে দেয় ছাড়া।

           এই সাধনায় যোগযুক্ত

                       সাধু তাপসবর

           মৃত্যু হতে করেন মুক্ত

                       অমৃতনির্ঝর।

           এই সাধনায় বিশ্বকবির

                       আনন্দবীন বাজে --

           আপ্‌নারে দেয় উৎস্রাবিয়া

                       আপন সৃষ্টি-মাঝে।

           সেই ফল পাও প্রেমের যোগে

                       পুণ্য মিলনব্রতে;

           আপ্‌নারে দাও ছুটি তুমি

                       আপন বন্ধ হতে।

           আত্মভোলা দুইটি প্রাণে

                       মিলবে একাকার,

           সেই মিলনে বিকাশ হবে

                       নূতন সংসার।

 

 

  •  
  •  
  •  
  •  
  •