কনে দেখা হয়ে গেছে, নাম তার চন্দনা; তোমারে মানাবে ভায়া, অতিশয় মন্দ না। লোকে বলে, খিট্খিটে, মেজাজটা নয় মিঠে-- দেবী ভেবে নেই তারে করিলে বা বন্দনা। কুঁজো হোক, কালো হোক, কালাও না, অন্ধ না।
WHEN THEY came and clamoured and surrounded me they hid thee from my sight. I thought I would bring to thee my gifts last of all. Now that the day has waned, and they have taken their dues and left me alone, I see thee standing at the door. But I find I have no gift remaining to give, and I hold both my hands up to thee.