111
Verses
মোর সন্ধ্যায় তুমি সুন্দরবেশে এসেছ,
তোমায়করি গো নমস্কার।
মোর অন্ধকারের অন্তরে তুমি হেসেছ,
তোমায়করি গো নমস্কার।
এই নম্র নীরব সৌম্য গভীর আকাশে
তোমায়করি গো নমস্কার।
এই শান্ত সুধীর তন্দ্রানিবিড় বাতাসে
তোমায় করি গো নমস্কার।
এই ক্লান্ত ধরার শ্যামলাঞ্চল আসনে
তোমায়করি গো নমস্কার।
এই স্তব্ধ তারার মৌন-মন্ত্র-ভাষণে
তোমায়করি গো নমস্কার।
এই কর্ম-অন্তে নিভৃত পান্থশালাতে
তোমায়করি গো নমস্কার।
এই গন্ধ-গহন সন্ধ্যা-কুসুম-মালাতে
তোমায় করি গো নমস্কার।
আরো দেখুন