সুরুল, ২৮ ভাদ্র- অপরাহ্ন, ১৩০১


 

৩৯ (na re toder phirte debo na re)


না রে, তোদের   ফিরতে দেব না রে--

     মরণ যেথায় লুকিয়ে বেড়ায়

                    সেই আরামের দ্বারে।

     চলতে হবে সামনে সোজা,

     ফেলতে হবে মিথ্যা বোঝা,

     টলতে আমি দেব না যে

                    আপন ব্যথাভারে।

না রে, তোদের   রইতে দেব না রে--

দিবানিশি ধুলাখেলায়

                খেলাঘরের দ্বারে।

চলতে হবে আশার গানে

প্রভাত-আলোর উদয়-পানে,

নিমেষতরে পাবি নেকো

                বসতে পথের ধারে।

না রে, তোদের       থামতে দেব না রে--

কানাকানি করতে কেবল

               কোণের ঘরের দ্বারে।

       ওই যে নীরব বজ্রবাণী

       আগুন বুকে দিচ্ছে হানি--

       সইতে হবে, বইতে হবে,

               মানতে হবে তারে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •