Mrs. Browning


  শ্রাবণ, ১২৯১


 

বিদেশী ফুলের গুচ্ছ - ২ (saradin giyechhinu bone)


সারাদিন গিয়েছিনু বনে

ফুলগুলি তুলেছি যতনে।

    প্রাতে মধুপানে রত

    মুগ্ধ মধুপের মতো

গান গাহিয়াছি আনমনে।

এখন চাহিয়া দেখি, হায়,

ফুলগুলি শুকায় শুকায়।

   যত চাপিলাম মুঠি

   পাপড়িগুলি গেল টুটি--

কান্না ওঠে, গান থেমে যায়।

কী বলিছ সখা হে আমার--

ফুল নিতে যাব কি আবার।

    থাক্‌ বঁধু, থাক্‌ থাক্‌,

     আর কেহ যায় যাক,

আমি তো যাব না কভু আর।

শ্রান্ত এ হৃদয় অতি দীন,

পরান হয়েছে বলহীন।

   ফুলগুলি মুঠা ভরি

    মুঠায় রহিবে মরি,

আমি না মরিব যত দিন।

 

 

  •  
  •  
  •  
  •  
  •