সখা, আপন মন নিয়ে কাঁদিয়ে মরি পরের মন নিয়ে কী হবে। আপন মন যদি বুঝিতে নারি, পরের মন বুঝে কে কবে। অবোধ মন লয়ে ফিরি ভবে, বাসনা ফাঁদে প্রাণে হা হা রবে, এ মন দিতে চাও দিয়ে ফেলো কেন গো নিতে চাও মন তবে। স্বপন সম সব জানিয়ো মনে, তোমার কেহ নাই এ ত্রিভুবনে; যে জন ফিরিতেছে আপন আশে, তুমি ফিরিছ কেন তাহার পাশে। নয়ন মেলি শুধু দেখে যাও, হৃদয় দিয়ে শুধু শান্তি পাও। তোমারে মুখ তুলে চাহে না যে, থাক্ সে আপনার গরবে।
যারা কথা দিয়ে তোমার কথা বলে তারা কথার বেড়া গাঁথে কেবল দলের পরে দলে ॥ একের কথা আরে বুঝতে নাহি পারে, বোঝায় যত কথার বোঝা ততই বেড়ে চলে ॥ যারা কথা ছেড়ে বাজায় শুধু সুর তাদের সবার সুরে সবাই মেলে নিকট হতে দূর। বোঝে কি নাই বোঝে থাকে না তার খোঁজে, বেদন তাদের ঠেকে গিয়ে তোমার চরণতলে ॥