আমি সব নিতে চাই, সব নিতে ধাই রে। আমি আপনাকে, ভাই, মেলব যে বাইরে॥ পালে আমার লাগল হাওয়া, হবে আমার সাগর-যাওয়া, ঘাটে তরী নাই বাঁধা নাই রে॥ সুখে দুখে বুকের মাঝে পথের বাঁশি কেবল বাজে, সকল কাজে শুনি যে তাই রে। পাগ্লামি আজ লাগল পাখায়, পাখি কি আর থাকবে শাখায়। দিকে দিকে সাড়া যে পাই রে॥
আমি নিশিদিন তোমায় ভালোবাসি, তুমি অবসরমত বাসিয়ো। নিশিদিন হেথায় বসে আছি, তোমার যখন মনে পড়ে আসিয়ো ॥ আমি সারানিশি তোমা-লাগিয়া রব বিরহশয়নে জাগিয়া-- তুমি নিমেষের তরে প্রভাতে এসে মুখপানে চেয়ে হাসিয়ো ॥ তুমি চিরদিন মধুপবনে চির- বিকশিত বনভবনে যেয়ো মনোমত পথ ধরিয়া তুমি নিজ সুখস্রোতে ভাসিয়ো। যদি তার মাঝে পড়ি আসিয়া তবে আমিও চলিব ভাসিয়া, যদি দূরে পড়ি তাহে ক্ষতি কী-- মোর স্মৃতি মন হতে নাশিয়ো ॥