৬৮ (pub sagarer par hate)

     পুব-সাগরের পার হতে কোন্‌ এল পরবাসী--

     শূন্যে বাজায় ঘন ঘন   হাওয়ায় হাওয়ায় সন সন

          সাপ খেলাবার বাঁশি॥

     সহসা তাই কোথা হতে   কুলু কুলু কলস্রোতে

     দিকে দিকে জলের ধারা ছুটেছে উল্লাসী॥

আজ দিগন্তে ঘন ঘন গভীর গুরু গুরু   ডমরুর হয়েছে ওই শুরু।

     তাই শুনে আজ গগনতলে   পলে পলে দলে দলে

          অগ্নিবরন নাগ নাগিনী ছুটেছে উদাসী॥

রাগ: মিশ্র মল্লার

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): শ্রাবণ, ১৩২৯

রচনাকাল (খৃষ্টাব্দ): 1922

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.