রাগ: বেহাগ-বাউল

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ১৩ ফাল্গুন, ১৩২১

রচনাকাল (খৃষ্টাব্দ): ২৫ ফেব্রুয়ারি, ১৯১৫

রচনাস্থান: সুরুল

স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

২১০ (ore ay re tabe)

ওরে    আয় রে তবে, মাত্‌ রে সবে আনন্দে

আজ    নবীন প্রাণের বসন্তে॥

    পিছন-পানের বাঁধন হতে    চল্‌ ছুটে আজ বন্যাস্রোতে,

    আপনাকে আজ দখিন হাওয়ায় ছড়িয়ে দে রে দিগন্তে॥

বাঁধন যত ছিন্ন করো আনন্দে

আজ    নবীন প্রাণের বসন্তে।

    অকূল প্রাণের সাগর-তীরে    ভয় কী রে তোর ক্ষয়-ক্ষতিরে।

    যা আছে রে সব নিয়ে তোর ঝাঁপ দিয়ে পড়্‌ অনন্তে॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.