যদি আসে তবে কেন যেতে চায়। দেখা দিয়ে তবে কেন গো লুকায়॥ চেয়ে থাকে ফুল হৃদয় আকুল-- বায়ু বলে এসে 'ভেসে যাই'। ধরে রাখো, ধরে রাখো-- সুখপাখি ফাঁকি দিয়ে উড়ে যায়॥ পথিকের বেশে সুখনিশি এসে বলে হেসে হেসে 'মিশে যাই'। জেগে থাকো, সখী, জেগে থাকো-- বরষের সাধ নিমেষে মিলায়॥
সারা বরষ দেখি নে, মা, মা তুই আমার কেমন ধারা? নয়নতারা হারিয়ে আমার অন্ধ হল নয়নতারা॥ এলি কি পাষাণী ওরে। দেখব তোরে আঁখি ভরে-- কিছুতেই থামে না যে মা, পোড়া এ নয়নের ধারা॥
আবার এরা ঘিরেছে মোর মন। আবার চোখে নামে আবরণ ॥ আবার এ যে নানা কথাই জমে, চিত্ত আমার নানা দিকেই ভ্রমে, দাহ আবার বেড়ে ওঠে ক্রমে, আবার এ যে হারাই শ্রীচরণ ॥ তব নীরব বাণী হৃদয়তলে ডোবে না যেন লোকের কোলাহলে। সবার মাঝে আমার সাথে থাকো, আমায় সদা তোমার মাঝে ঢাকো, নিয়ত মোর চেতনা-'পরে রাখো আলোকে-ভরা উদার ত্রিভুবন ॥