না, না গো না, কোরো না ভাবনা-- যদি বা নিশি যায় যাব না যাব না ॥ যখনি চলে যাই আসিব ব'লে যাই, আলোছায়ার পথে করি আনাগোনা ॥ দোলাতে দোলে মন মিলনে বিরহে। বারে বারেই জানি তুমি তো চির হে। ক্ষণিক আড়ালে বারেক দাঁড়ালে মরি ভয়ে ভয়ে পাব কি পাব না ॥
একটুকু ছোঁওয়া লাগে, একটুকু কথা শুনি-- তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনী। কিছু পলাশের নেশা, কিছু বা চাঁপায় মেশা, তাই দিয়ে সুরে সুরে রঙে রসে জাল বুনি॥ যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে চকিত মনের কোণে স্বপনের ছবি আঁকে। যেটুকু যায় রে দূরে ভাবনা কাঁপায় সুরে, তাই নিয়ে যায় বেলা নূপুরের তাল গুনি॥