থামো থামো, কোথায় চলেছ পালায়ে সে কোন্ গোপন দায়ে। আমি নগর-কোটালের চর। আমি বণিক, আমি চলেছি আপন ব্যবসায়ে, চলেছি দেশান্তর। কী আছে তোমার পেটিকায়। আছে মোর প্রাণ আছে মোর শ্বাস। খোলো, খোলো, বৃথা কোরো না পরিহাস।
ফেলে রাখলেই কি পড়ে রবে ও অবোধ। যে তার দাম জানে সে কুড়িয়ে লবে ও অবোধ ॥ ও যে কোন্ রতন তা দেখ্-না ভাবি, ওর 'পরে কি ধুলোর দাবি? ও হারিয়ে গেলে তাঁরি গলার হার গাঁথা যে ব্যর্থ হবে ॥ ওর খোঁজ পড়েছে জানিস নে তা? তাই দূত বেরোল হেথা সেথা। যারে করলি হেলা সবাই মিলি আদর যে তার বাড়িয়ে দিলি-- যারে দরদ দিলি তার ব্যথা কি সেই দরদীর প্রাণে সবে?