হিয়া কাঁপিছে সুখে কি দুখে সখী, কেন নয়নে আসে বারি। আজি প্রিয়তম আসিবে মোর ঘরে-- বলো কী করিব আমি সখী। দেখা হলে, সখী, সেই প্রাণবঁধুরে কী বলিব নাহি জানি। সে কি না জানিবে, সখী, রয়েছে যা হৃদয়ে-- না বুঝে কি ফিরে যাবে সখী॥
ও কী কথা বল সখী, ছি ছি, ও কথা মনে এনো না।। আজি সুখের দিনে জগত হাসিছে, হেরো লো দশ দিশি হরষে ভাসিছে— আজি ও ম্লান মুখ প্রাণে যে সহে না। সুখের দিনে, সখী, কেন ও ভাবনা ।।