রাগ: বাউল

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1336

রচনাকাল (খৃষ্টাব্দ): 1929

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

     ১৫০ (tumi bahir theke dile bisham tara)

তুমি    বাহির থেকে দিলে বিষম তাড়া

তাই ভয়ে ঘোরায় দিক্‌বিদিকে,

                   শেষে অন্তরে পাই সাড়া ॥

যখন    হারাই বন্ধ ঘরের তালা--

যখন    অন্ধ নয়ন, শ্রবণ কালা,

তখন   অন্ধকারে লুকিয়ে দ্বারে

                   শিকলে দাও নাড়া ॥

যত     দুঃখ আমার দুঃস্বপনে,

সে যে   ঘুমের ঘোরেই আসে মনে--

          ঠেলা দিয়ে মায়ার আবেশ

                   কর গো দেশছাড়া।

আমি    আপন মনের মারেই মরি,

শেষে   দশ জনারে দোষী করি--

আমি    চোখ বুজে পথ পাই নে ব'লে

                   কেঁদে ভাসাই পাড়া ॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.