রাগ: খাম্বাজ-বাউল

তাল: ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ): ৮ ভাদ্র, ১৩২০

রচনাকাল (খৃষ্টাব্দ): ২৪ অগাস্ট, ১৯১৩

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

১০৫ (tomari nam balbo nana chhale)

          তোমারি নাম বলব নানা ছলে,

বলব একা বসে আপন    মনের ছায়াতলে ॥

বলব বিনা ভাষায়,    বলব বিনা আশায়,

বলব মুখের হাসি দিয়ে,    বলব চোখের জলে ॥

বিনা প্রয়োজনের ডাকে    ডাকব তোমার নাম,

সেই ডাকে মোর শুধু শুধুই    পূরবে মনস্কাম।

শিশু যেমন মাকে    নামের নেশায় ডাকে,

বলতে পারে এই সুখেতেই    মায়ের নাম সে বলে ॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.