রাগ: যোগিয়া-ললিত

তাল: সুরফাঁকতাল

রচনাকাল (বঙ্গাব্দ): ভাদ্র, ১৩০৪

রচনাকাল (খৃষ্টাব্দ): 1897

২৭৯ (pantha ekhano kena alasita anga)

পান্থ, এখনো কেন অলসিত অঙ্গ--

হেরো, পুষ্পবনে জাগে বিহঙ্গ ॥

গগন মগন নন্দন-আলোক উল্লাসে,

লোকে লোকে উঠে প্রাণতরঙ্গ ॥

রুদ্ধ হৃদয়কক্ষে তিমিরে

কেন আত্মসুখদুঃখে শয়ান--

জাগো জাগো, চলো মঙ্গলপথে

যাত্রীদলে মিলি লহো বিশ্বের সঙ্গ ॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.