রাগ: বিভাস

তাল: চৌতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1291

রচনাকাল (খৃষ্টাব্দ): 1885

স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন

২৮৯ (otho otho re)

ওঠো ওঠো রে-- বিফলে প্রভাত বহে যায় যে।

মেলো আঁখি, জাগো জাগো,   থেকো না রে অচেতন ॥

সকলেই তাঁর কাজে     ধাইল জগতমাঝে,

জাগিল প্রভাতবায়ু,  ভানু ধাইল আকাশপথে ॥

একে একে নাম ধরে ডাকিছেন বুঝি প্রভু--

একে একে ফুলগুলি তাই   ফুটিয়া উঠিছে বনে।

শুন সে আহ্বানবাণী,   চাহো সেই মুখপানে--

          তাঁহার আশিস লয়ে

                   চলো রে যাই সবে তাঁর কাজে ॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.