রাগ: দেশ

তাল: একাদশী

রচনাকাল (বঙ্গাব্দ): 1309

রচনাকাল (খৃষ্টাব্দ): 1903

স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন

১১৭ (duyare dao more rakhiya nitya)

দুয়ারে দাও মোরে রাখিয়া     নিত্য কল্যাণ-কাজে হে।

ফিরিব আহ্বান মানিয়া      তোমারি রাজ্যের মাঝে হে ॥

মজিয়া অনুখন লালসে   রব না পড়িয়া আলসে,

হয়েছ জর্জর জীবন      ব্যর্থ দিবসের লাজে হে ॥

আমারে রহে যেন না ঘিরি     সতত বহুতর সংশয়ে,

বিবিধ পথে যেন না ফিরি    বহুল-সংগ্রহ-আশয়ে।

অনেক নৃপতির শাসনে    না রহি শঙ্কিত আসনে,

ফিরিব নির্ভয়গৌরবে    তোমারি ভৃত্যের সাজে হে ॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.