রাগ: রামকেলী-ভৈরবী-তোড়ি

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1334

রচনাকাল (খৃষ্টাব্দ): 1927

স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

৫২৯ (dakila more jagar sathi)

              ডাকিল মোরে জাগার সাথি।

প্রাণের মাঝে বিভাস বাজে,   প্রভাত হল আঁধার রাতি ॥

বাজায় বাঁশি তন্দ্রা-ভাঙা,   ছড়ায় তারি বসন রাঙা--

     ফুলের বাসে এই বাতাসে   কী মায়াখানি দিয়েছে গাঁথি ॥

     গোপনতম অন্তরে কী   লেখনরেখা দিয়েছে লেখি!

মন তো তারি নাম জানে না,   রূপ আজিও নয় যে চেনা,

     বেদনা মম বিছায়ে দিয়ে   রেখেছি তারি আসন পাতি ॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.