রাগ: আলাহিয়া বিলাবল

তাল: একতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1293

রচনাকাল (খৃষ্টাব্দ): 1887

স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন

১৬৯ (base achhi he kabe shuniba)

বসে আছি হে   কবে   শুনিব তোমার বাণী।

কবে   বাহির হইব জগতে   মম   জীবন ধন্য মানি ॥

কবে   প্রাণ জাগিবে, তব   প্রেম গাহিবে,

দ্বারে দ্বারে ফিরি সবার   হৃদয় চাহিবে,

নরনারীমন করিয়া হরণ   চরণে দিবে আনি ॥

কেহ   শুনে না গান,   জাগে না প্রাণ,

          বিফলে গীত-অবসান--

তোমার বচন করিব রচন   সাধ্য নাহি নাহি।

তুমি না কহিলে কেমনে কব   প্রবল অজেয় বাণী তব,

তুমি যা বলিবে তাই বলিব-- আমি কিছুই না জানি।

তব নামে আমি সবারে ডাকিব, হৃদয়ে লইব টানি ॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.