রাগ: তিলক কামোদ-বাউল

তাল: ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ): ১৫ অগ্রহায়ণ, ১৩২০

রচনাকাল (খৃষ্টাব্দ): 1913

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

১৫৫ (amar kantha tar dake)

          আমার  কণ্ঠ তাঁরে ডাকে,

          তখন   হৃদয় কোথায় থাকে ॥

যখন    হৃদয় আসে ফিরে   আপন নীরব নীড়ে

আমার  জীবন তখন কোন্‌ গহনে বেড়ায় কিসের পাকে ॥

          যখন    মোহ আমায় ডাকে

          তখন   লজ্জা কোথায় থাকে!

          যখন    আনেন তমোহারী   আলোক-তরবারি

          তখন   পরান আমার কোন্‌ কোণে যে

                             লজ্জাতে মুখ ঢাকে ॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.