মেঘ বলেছে 'যাব যাব', রাত বলেছে 'যাই', সাগর বলে 'কূল মিলেছে-- আমি তো আর নাই' ॥ দুঃখ বলে 'রইনু চুপে তাঁহার পায়ের চিহ্নরূপে', আমি বলে 'মিলাই আমি আর কিছু না চাই' ॥ ভুবন বলে 'তোমার তরে আছে বরণমালা', গগন বলে 'তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালা'। প্রেম বলে যে 'যুগে যুগে তোমার লাগি আছি জেগে', মরণ বলে 'আমি তোমার জীবনতরী বাই' ॥
আমরা পথে পথে যাব সারে সারে, তোমার নাম গেয়ে ফিরিব দ্বারে দ্বারে ॥ বলব "জননীকে কে দিবি দান, কে দিবি ধন তোরা কে দিবি প্রাণ'-- "তোদের মা ডেকেছে' কব বারে বারে ॥ তোমার নামে প্রাণের সকল সুর আপনি উঠবে বেজে সুধামধুর মোদের হৃদয়যন্ত্রেরই তারে তারে। বেলা গেলে শেষে তোমারই পায়ে এনে দেব সবার পূজা কুড়ায়ে তোমার সন্তানেরই দান ভারে ভারে ॥