ওরে ভাই, মিথ্যা ভেবো না । হবার নয় যা কোনোমতেই হবেই না সে, হতে দেব না ।। পড়ব না রে ধুলায় লুটে, যাবে না রে বাঁধন টুটে— যেতে দেব না । মাথা যাতে নত হবে এমন বোঝা মাথায় নেব না ।। দুঃখ আছে, দুঃখ পেতেই হবে— যত দূরে যাবার আছে সে তো যেতেই হবে । উপর-পানে চেয়ে ওরে ব্যথা নে রে বক্ষে ধ’রে— নে রে সকলে । নি:সহায়ের সহায় যিনি বাজবে তাঁরে তোদের বেদনা ।।
ওরে, তোরা নেই বা কথা বললি, দাঁড়িয়ে হাটের মধ্যিখানে নেই জাগালি পল্লী ॥ মরিস মিথ্যে ব'কে ঝ'কে, দেখে কেবল হাসে লোকে, নাহয় নিয়ে আপন মনের আগুন মনে মনেই জ্বললি ॥ অন্তরে তোর আছে কী যে নেই রটালি নিজে নিজে, নাহয় বাদ্যগুলো বন্ধ রেখে চুপেচাপেই চললি ॥ কাজ থাকে তো কর্ গে না কাজ, লাজ থাকে তো ঘুচা গে লাজ, ওরে, কে যে তোরে কী বলেছে নেই বা তাতে টললি ॥