বুক বেঁধে তুই দাঁড়া দেখি, বারে বারে হেলিস নে ভাই! শুধু তুই ভেবে ভেবেই হাতের লক্ষ্ণী ঠেলিস নে ভাই ॥ একটা কিছু করে নে ঠিক, ভেসে ফেরা মরার অধিক-- বারেক এ দিক বারেক ও দিক, এ খেলা আর খেলিস নে ভাই ॥ মেলে কিনা মেলে রতন করতে তবু হবে যতন-- না যদি হয় মনের মতন চোখের জলটা ফেলিস নে ভাই! ভাসাতে হয় ভাসা ভেলা, করিস নে আর হেলাফেলা-- পেরিয়ে যখন যাবে বেলা তখন আঁখি মেলিস নে ভাই ॥
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে ॥ যদি কেউ কথা না কয়, ওরে ওরে ও অভাগা, যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়-- তবে পরান খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে ॥ যদি সবাই ফিরে যায়, ওরে ওরে ও অভাগা, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়-- তবে পথের কাঁটা ও তুই রক্তমাখা চরণতলে একলা দলো রে ॥ যদি আলো না ধরে, ওরে ওরে ও অভাগা, যদি ঝড়-বাদলে আঁধার রাতে দুয়ার দেয় ঘরে-- তবে বজ্রানলে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা জ্বলো রে ॥