রাগ: ইমন-পূরবী

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1325

রচনাকাল (খৃষ্টাব্দ): 1918

৩১ (dinguli mor sonar khachay)

দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না--

     সেই-যে আমার নানা রঙের দিনগুলি।

          কান্নাহাসির বাঁধন তারা সইল না--

              সেই-যে আমার নানা রঙের দিনগুলি॥

আমার প্রাণের গানের ভাষা

     শিখবে তারা ছিল আশা--

          উড়ে গেল, সকল কথা কইল না--

              সেই-যে আমার নানা রঙের দিনগুলি॥

স্বপন দেখি, যেন তারা কার আশে

     ফেরে আমার ভাঙা খাঁচার চার পাশে--

          সেই-যে আমার নানা রঙের দিনগুলি।

এত বেদন হয় কি ফাঁকি।

     ওরা কি সব ছায়ার পাখি।

          আকাশ-পারে কিছুই কি গো বইল না--

              সেই-যে আমার নানা রঙের দিনগুলি॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.