রাগ: খাম্বাজ

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ২ শ্রাবণ, ১৩৩৬

রচনাকাল (খৃষ্টাব্দ): ১৮ জুলাই, ১৯২৯

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

১১ (ay ay ay amader angane)

আয় আয়    আয় আমাদের অঙ্গনে   অতিথি বালক তরুদল--

     মানবের স্নেহসঙ্গ নে,   চল্‌ আমাদের ঘরে চল্‌॥

              শ্যাম বঙ্কিম ভঙ্গিতে   চঞ্চল কলসঙ্গীতে

              দ্বারে নিয়ে আয় শাখায় শাখায়   প্রাণ-আনন্দ-কোলাহল॥

     তোদের নবীন পল্লবে   নাচুক আলোক সবিতার,

     দে পবনে বনবল্লভে   মর্মরগীত-উপহার।

              আজি শ্রাবণের বর্ষণে   আশীর্বাদের স্পর্শ নে,

              পড়ুক মাথায়   পাতায় পাতায়   অমরাবতীর ধারাজল॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.