প্রায়শ্চিত্ত (prayoshchitto)

     

    নাটকের পাত্রগণ

    প্রতাপাদিত্য - যশোহরের রাজা; উদয়াদিত্য - যশোহরের যুবরাজ; বসন্ত রায় - প্রতাপাদিত্যের খুড়া , রায়গড়ের রাজা; রামচন্দ্র রায় - প্রতাপাদিত্যের জামাতা , চন্দ্রদ্বীপের রাজা; রমাই - রামচন্দ্রের ভাঁড়; রামমোহন - রামচন্দ্র রায়ের মল্ল; ফর্নাণ্ডিজ - রামচন্দ্র রায়ের পোর্টুগীজ সেনাপতি; ধনঞ্জয় - একজন বৈরাগী; সীতারাম - প্রতাপাদিত্যের গৃহরক্ষক; পীতাম্বর - প্রতাপাদিত্যের অনুচর; প্রতাপাদিত্যের মন্ত্রী; প্রতাপাদিত্যের মহিষী; সুরমা - উদয়াদিত্যের স্ত্রী; বিভা - প্রতাপাদিত্যের কন্যা , রামচন্দ্র রায়ের মহিষী; বামী - প্রতাপাদিত্যের মহিষীর পরিচারিকা


    বিজ্ঞাপন

    ৩১ শে বৈশাখ সন ১৩১৬ সাল
    বউঠাকুরানীর হাট নামক উপন্যাস হইতে এই প্রায়শ্চিত্ত গ্রন্থখানি নাট্যীকৃত হইল। মূল উপন্যাসখানির অনেক পরিবর্তন হওয়াতে এই নাটকটি প্রায় নূতন গ্রন্থের মতোই হইয়াছে।
    শ্রীরবীন্দ্রনাথ ঠাকুর
    •  
    •  

    Rendition

    Please Login first to submit a rendition. Click here for help.