বাজিল কাহার বীণা মধুর
                
                
বাজিল কাহার বীণা    মধুর স্বরে
      আমার নিভৃত নব জীবন-'পরে
প্রভাতকমলসম    ফুটিল হৃদয় মম
      কার দুটি নিরুপম    চরণ-তরে॥
জেগে উঠে সব শোভা,    সব মাধুরী,
পলকে পলকে হিয়া    পুলকে পূরি।
      কোথা হতে সমীরণ    আনে নব জাগরণ,
           পরানের আবরণ    মোচন করে॥
      লাগে বুকে সুখে দুখে    কত যে ব্যথা,
      কেমনে বুঝায়ে কব    না জানি কথা।
আমার বাসনা আজি    ত্রিভুবনে উঠে বাজি,
      কাঁপে নদী বনরাজি    বেদনাভরে॥
  
                
            
           
                        
                
                    রাগ : বেহাগ
                    তাল : কাহারবা
                    রচনাকাল (বঙ্গাব্দ) : ১২ জ্যৈষ্ঠ, ১৩০১
                    রচনাকাল (খৃষ্টাব্দ) : 1894
                    রচনাস্থান : 
                    স্বরলিপিকার: 1894