আহা তোমার সঙ্গে
                
                
আহা    তোমার সঙ্গে প্রাণের খেলা, প্রিয় আমার, ওগো প্রিয়--
বড়ো    উতলা আজ পরান আমার, খেলাতে হার মানবে কি ও॥
কেবল  তুমিই কি গো এমনি ভাবে   রাঙিয়ে মোরে পালিয়ে যাবে।
তুমি    সাধ করে, নাথ, ধরা দিয়ে আমারও রঙ বক্ষে নিয়ো--
এই      হৃৎকমলের রাঙা রেণু রাঙাবে ওই উত্তরীয়॥
  
                
            
           
                        
                
                    রাগ : পিলু
                    তাল : দাদরা
                    রচনাকাল (বঙ্গাব্দ) : 1317
                    রচনাকাল (খৃষ্টাব্দ) : 1910
                    রচনাস্থান : 
                    স্বরলিপিকার: 1910